ঝিনাইদহ কোভিড হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদাণ করলেন স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি

প্রকাশিত : ২৮ জুলাই ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগিদের স্বাস্থ্যসেবা প্রদাণের জন্য ২ টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদাণ করেছেন স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। সোমবার দুপুরে ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগমের হাতে তার পক্ষ থেকে মেশিন ২টি হস্তান্তর করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস। মেশিনগুলোর মধ্যে একটি সদর হাসপাতাল ও অন্যটি কোভিড হাসপাতালে স্থাপন করা হবে। যার মাধ্যমে প্রতি মিনিটে ৭০ লিটার অক্সিজেন সাপ্লাই করা যাবে।

করোনায় আক্রান্ত রোগিদের শ্বাসকষ্ট শুরু হলে এই মেশিনের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই করলে মৃত্যুঝুকি কমবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কোভিড হাসপাতালে প্রধান সমন্বয়কারী ডাঃ জাকির হোসেন, ডাঃ হারুন আর রশীদ, ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পাথর্, ডাঃ জামিরুল, যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকীসহ বিভিন্ন সমাজিক, রাজনীতিবিদ, গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

আপনার মতামত লিখুন :