করোনায় আক্রান্ত পপির শ্বাসকষ্ট কমেছে
প্রকাশিত : ২৬ জুলাই ২০২০
করোনা আক্রান্তের পর কয়েক দিন ধরে শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন চিত্রনায়িকা পপি। ছিল ব্যথা আর জ্বরও। তবে আজ শনিবার সকালে সাংবাদিকদেরকে তিনি জানান, রাত থেকে শারীরিক অবস্থা কিছুটা ভালো। কাশি কিছু কমেছে, শ্বাসকষ্টও কম মনে হচ্ছে।
পপি জানালেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার খবরটি শুরুতে কাউকে জানাতে চাইনি। আমি চেয়েছিলাম, সুস্থ হলেই বিষয়টি সবাইকে জানাব। কিন্তু এর মধ্যে কীভাবে যে ছড়িয়ে গেল…! তাই সংবাদমাধ্যম থেকে আমাকে যখন জিজ্ঞেস করা হলো, তখন জানিয়েছি।’
এদিকে পপির বাবা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর মেয়ে করোনায় আক্রান্ত নন। এমনকি পপির কোভিড-১৯ পরীক্ষাই করা হয়নি। করোনা নিয়ে বাবা-মেয়ের তথ্য দুরকম কেন? আজ শনিবার সকালে পপি প্রথম আলোকে বলেন, ‘করোনায় আক্রান্তের বিষয়টি শুরু থেকেই কাউকে জানাতে চাইনি। পরিবারের লোকজনকেও জানাতে নিষেধ করেছি। তাই হয়তো বাবা এমনটি করেছেন।’