ডেমরায় বৃক্ষরোপন কর্মসূচি ও উঠান বৈঠক রুপ নিল জনসমাবেশে
প্রকাশিত : ২৬ জুলাই ২০২০
ঢাকা প্রতিনিধি : গতকাল রাজধানী ঢাকা ডেমরার ৬৮নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি ও ঢাকা-০৫ এর আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক এর আয়োজন করা হয়।পরবর্তীতে তা জনসমাবেশে রুপ নেয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি ও বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজ প্রধান, প্রধান বক্তা ছিলেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্ত নুর খান শান্ত সহ দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিন্টু, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হামিদুর রহমান তাকিশ, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহমেদ লিংকন, আবু বকর সিদ্দিক রনি, রায়হান চৌধুরী রনি, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা দীন ইসলাম সবুজ, ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের দীন ইসলাম বাবু,নাসিম বাবুসহ সারুলিয়া এলাকার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুল ইসলাম মনু বলেন, ঢাকা-০৫ এর আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত হলে এবং জনগণ তাকে রায় দিলে বিগত ১২ বছরে ঢাকা-০৫ এ সদ্য প্রয়াত এম.পি পুত্রদের সীমাহীন দুর্নীতি, স্কুল কলেজের কোটি কোটি টাকা লুটপাট, চাঁদাবাজিসহ সকল ধরণের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে একটি আধুনিক ঢাকা-০৫ উপহার দিবেন। অনুষ্ঠানের শেষে তিনটি চারাগাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।