স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ রাজীবের অবস্থা সংকটাপন্ন
প্রকাশিত : ২৩ জুলাই ২০২০
রাজধানীতে হ্যান্ড স্যানিটাইজারের আগুনে দগ্ধ চিকিৎসক রাজীবের অবস্থা সংকটাপন্ন। চিকিৎসক জানান, তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি লাইফ সাপোর্টে আছেন। একই ঘটনায় দগ্ধ রাজীবের স্ত্রীর শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে।
৫ বছরের একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্যকে নিয়ে রাজধানীর হাতিরপুলের একটি ভবনে ভাড়া থাকেন চিকিৎসক দম্পতি ডা. রাজিব ভট্টাচার্য এবং তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য। স্বজনরা জানান, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ডা. রাজীব একটি বড় বোতল থেকে হ্যান্ড সেনিটাইজার ছোট বোতলে ঢালছিলেন।
এসময় বোতল থেকে সেনিটাইজার পড়ে গেলে সিগারেট বা মশার কয়েলের আগুনের সংস্পর্শে তার শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন। পরে পাশের ফ্ল্যাটের বাসিন্দা হাসপাতালে নিয়ে যান। তবে, তাদের একমাত্র কন্যা রাজশ্রী তিন সপ্তাহ আগে দাদা-দাদীর বাড়ি কুমিল্লায় বেড়াতে যায়।