জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠে মুজিববর্ষ ২০২০ উপলক্ষে ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
অ্যাথলেটিক প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে শহীদ সালাম বরকত ৫৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ৪২ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রী হলের মধ্যে প্রীতিলতা হল ৩৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ফজিলাতুন্নেসা হল ৩০ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
ছাত্রদের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হলের এম. মাহফুজুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গোলাম রাব্বী ২০ পয়েন্ট পেয়ে যৌথ চ্যাম্পিয়ন এবং শহীদ সালাম বরকত হলের কাজী বিজয় ১৮ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রীদের মধ্যে ফজিলাতুন্নেসা হলের শারমিন আক্তার সুপ্তা ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হলের লাবনী সিনহা ১৫ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন। দ্রুততম পুরুষ হয়েছেন গোলাম রাব্বী এবং দ্রুততম নারী হয়েছেন শারমিন আক্তার সুপ্তা।
এর আগে সকালে প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন বিভগের সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালকসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রিতিযোগিতা উপভোগ করেন। -কালের কণ্ঠ