পিরোজপুরে অসচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক অনুদান প্রদান
প্রকাশিত : ২২ জুলাই ২০২০
মহামারী করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে অগ্রাধিকার ভিত্তিতে পিরোজপুরের অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ উপলক্ষে বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান, পর্যায়ক্রমে জেলার অন্যান্য অসচ্ছল সংস্কৃতিসেবীদেরকেও এই আর্থিক অনুদান প্রদান করা হবে। আজ প্রথম ধাপে পিরোজপুর সদর উপজেলার ৩২ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে জন প্রতি ৫ হাজার টাকার চেক এবং ৬ টি সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমীর নিজস্ব তহবিল থেকে ২ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধানরা।