কুয়াকাটার লেম্বুর বন থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত : ২০ জুলাই ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২০ জুলাই।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মোবারক হোসেন (৪৫) নামের এক পর্যটকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে কুয়াকাটা সৈকত সংলগ্ন লেম্বুর চরের বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মোবারক হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যতীন্দ্র নগর গ্রামের মৃত সৈয়দ গাজীর ছেলে বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সে রবিবার সকালে কুয়াকাটায় ভ্রমনে এসে সানফ্লাওয়ার হোটেলের ৩০৩ নম্বর কক্ষে উঠেন। সন্ধ্যায় তিনি একটি ভাড়ায় চালিত মটোরসাইকেল নিয়ে লেম্বুর চরের কাকড়া ফ্রাই এলাকায় যান। স্থানীয়রা গলায় ফাঁস লাগোনো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে মহিপুর থানা পুলিশকে খবর দেয়। ওইদিন রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।