ঝিনাইদহ কোটচাঁদপুরে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

প্রকাশিত : ১৯ জুলাই ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলায় ড্রেজিং করে পুকুর খননের নামে কৃষি জমির শ্রেনী পরিবর্তন করে অবাধে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব। জানা গেছে কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের দোড় গ্রামে জাকির মিয়ার পুকুর থেকে গভীর গর্ত করে বালি তুলছে ভগবান নগরের প্রভাবশালী ব্যাক্তি শাহাজান। গ্রামে কেউ বাধা দিতে গেলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বলেন মিথ্যা মামলা দিয়ে পুলিশে দেব।

তার ভয়ে গ্রামের কেউ মুখ খোলেনা। পুকুর খননের নামে কৃষি জমির শ্রেনী পরিবর্তন ও ধানী জমির ক্ষতির বিষয়ে এলাকাবাসি সাংবাদিকদের বলেন আর দুয়েক মাস এভাবে বালি উত্তোলন চলতে থাকলে গ্রামের অনেক কৃষি জমি, রাস্তা ঘাট বসতবাড়ি পুকুরে বিলীন হয়ে যাবে। পুকুর মালিক জাকির মিয়ার বক্তব্য চাইলে তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে তাদের দেখে নেয়ার হুমকি দেই।

এব্যাপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান তদন্ত করে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী এলাকাবাসী এই বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আপনার মতামত লিখুন :