র্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ১৯ জুলাই ২০২০
বাগেরহাট প্রতিনিধি: র্যাব-৬ খুলনা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের চৌধুরী কাছারী বাড়ি এলাকায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, সুতালড়ী শেখপড়া গ্রামের মৃত.আব্দুল রশিদ আকনের ছেলে সিদ্দিকুর রহমান(৫০) ও একই ইউনিয়নের পায়লাতলা গ্রামের নুরুজ্জামান গাজীর ছেলে ইমরান হোসেন রনি(২০)।
কাছারী বাড়ি ব্রিজের পশ্চিম পাশে রাসেল টেলিকমের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্র্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে । এ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবা সহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।