মুজিব শতবর্ষে মোরেলগঞ্জে যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
প্রকাশিত : ১৯ জুলাই ২০২০
বাগেরহাট প্রতিনিধি :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেছে।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহ্বাক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, মাহফিজুর রহমান হিরু, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় যুবলীগ নেতা অধ্যাপক শামীম আহসান পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সরকারি এসএম কলেজ চত্বরে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপন করে কর্মসূচীর সূচনা করেন।
যুবলীগ নেতৃবৃন্দ বলেন, মোরেলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডসহ ১৬টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ২ শতাধিক বিভিন্ন প্রজাতির চারা যুবলীগ নেতা কর্মীরা বিভিন্ন স্থানে রোপন করে এ কর্মসূচিকে সফল করবেন।