কোস্টগার্ডের অভিযানে ৪০০ গ্রাম গাজাসহ ব্যবসায়ী আটক
প্রকাশিত : ১৯ জুলাই ২০২০
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময়খুলনা জেলার দাকোপ থানার অধিনস্থ পানখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাজা সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃত ব্যক্তি হলেন, মো : অপু শেখ (২৫), পিতা : মোঃ নুর ইসলাম শেখ, গ্রাম : চালনা বাজার, থানা : দাকোপ, জেলা : খুলনা।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লে : কমান্ডার ইমতিয়াজ আলম জানান,কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান প্রতিরোধ ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।