আত্রাই নদীর ৯টি বাঁধ ভেঙ্গে উপজেলার বিস্তীর্ন এলাকা প্লাবিত
প্রকাশিত : ১৮ জুলাই ২০২০
রওশন আরা শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় আত্রাই নদীর পৃথক ৯টি স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে যাওয়ায় দুই উপজেলার কমপক্ষে ৯টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। জেলার মান্দা উপজেলায় নুরুল্লাবাদ উত্তরপাড়া, জোকাহাট, চকরামপুর ও কয়লাবাড়ি নামক স্থানে এবং আত্রাই উপজেলার জাত আমরুল সুইজগেইট এলাকা এবং বিশা ইউনিয়নের বৈঠাখালি বাজার নামক স্থানে আত্রাই নদীর ডান তীরে পৃথক পৃথক স্থানে বাঁধ ভেঙ্গে যাওয়ায় এ দুই উপজেলার কমপক্ষে ৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে।
এসব এলাকার আউশ ধান এবং সদ্য রোপিত আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। শত শত বাড়িঘরে পানি উঠেছে। এসব পরিবারের লোকজন বিভিন্ন রাস্তা এবং উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। খোলা আকাশের নিচে তাঁরা দুর্বিসহ জীবন যাপন করছেন। এখন পর্যন্ত প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা তাঁদের কোন খোঁজ খবর নেইনি বলে অভিযোগ করেছেন তাঁরা।