রাজধানীর বাড্ডা থেকে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ

প্রকাশিত : ১৮ জুলাই ২০২০

রাজধানীর বাড্ডা থেকে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির মালামাল। পুলিশ বলছে, পেশাদার এই ডাকাত দল এরআগেও বেশ কয়েকটি জায়গায় ডাকাতি করেছে। ১০ জুলাই রাত আনুমানিক আট কিংবা নয়টা। রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে দ্রুত বাসিন্দাদের হাত, মুখ চোখ বেধে ফেলে ডাকাত সদস্যরা।

হুমকি দেয়া হয় চিৎকার করলে দুই মেয়েকে ধর্ষণের। ফলে চুপ সবাই। ২০ মিনিটের অভিযানে ল্যাপটপ, মোবাইলসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। শুক্রবার এ ডাকাতদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ বলছে, এর আগেও বেশকয়েকটি বাসায় এধরণের ডাকাতির সঙ্গে জড়িত চক্রটি। করোনা পরিস্থিতিতে এধরণের ডাকাতির ঘটনা বেড়েছে বলে জানায় পুলিশ।

আপনার মতামত লিখুন :