রাজধানীর ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকান্ড
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২০
রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৮টা ২০ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষনিক আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন জানান, রাত ৮টা ২০ মিনিটের আগুনের সূত্রপাত হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউটিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছি। তবে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফরিদ উদ্দিন আরো জানান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে সেখানে এখন আগুন না থাকলেও প্রচুর ধোয়া রয়েছে।