কুয়াকাটায় প্রবাহমান খালে বাধঁ পরিদর্শণ করলেন ভূমি প্রশাসন
প্রকাশিত : ১৫ জুলাই ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটায় প্রবাহমান খালে বাঁধ দিয়ে মাছ চাষের প্রতিবাদে কৃষকদের মানবন্ধনের পর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কচ্ছপখালী খালটি পরিদর্শণ করেছেন। বুধবার দুপুরে ওই কর্মকর্তা সরেজমিন পরিদর্শণে গেলে খালে বাঁধ দিয়ে মাছ চাষের সত্যতা পায়। এসময় তিনি ভুক্তভোগী একাধিক কৃষকের মৌখিক অভিযোগ শুনেছেন এবং প্রবাহমান খালে ভূমিহীন নামে বন্ধোবস্ত দেওয়ার প্রমানও সংগ্রহ করেছেন।
ক্ষতিগ্রস্থ ৫ গ্রামের কৃষকরা জানিয়েছেন, ১৩ কিঃমিঃ কচ্ছপখালী খালে ১৫ টি বাঁধ দিয়ে প্রভাবশালী মহল মাছ চাষ করছে। এ বাঁধ চলমান থাকলে কচ্ছপখালী, নবীনপুর, তুলাতলী, মুসুল্লীয়াবাদও আজিমপুর গ্রামের পরিবারগুলো স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে।খাল পুনরুদ্ধার কমিটির সভাপতি শাহজাহান মৃধাসহ ক্ষতিগ্রস্থ এলাকাবাসী বাঁধ অপসারণ করে পানি নিষ্কাসন ব্যবস্থা সচল রাখাসহ কচ্ছপখালী খালে ভূমিহীন বন্ধোবস্ত বাতিলের দাবী তোলেন। কৃষকদের দাবীর প্রতিশ্রæতিতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, অচিরেই বাঁধ অপসারণ করা হবে। আইনী প্রক্রিয়া শেষে ভূমিহীন বন্ধোবস্ত বাতিলের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
পরিদর্শণকালে পানি নিষ্কাশনের জন্য ¯øুইজগেট ব্যবস্থা না রেখে কচ্ছপখালী খালের ওপর কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ সড়ক নির্মাণ করায় অসন্তোষ প্রকাশ করেছেন। ঊল্লেখ্য কুয়াকাটা পৌর শহরের ‘কচ্ছপখালী খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে একটি প্রভাবশালী মহল। খালটি পুনরুদ্ধার করে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার দাবীতে মঙ্গলবার (১৪ জুলাই) মানববন্ধন করেছেন ভুক্তভোগী দেড় শতাধিক কৃষকরা।