লেবাননে হৃদরোগে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশিত : ১৫ জুলাই ২০২০

লেবানন থেকে বাবু সাহা:

লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ রুবেল নামে এক বাংলাদেশি যুবকের অকাল মৃত্যু হয়েছে।বুধবার(১৫ জুলাই) ভোরে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়।বর্তমানে মরদেহ বৈরুতের স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে। মোঃ রুবেলের ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী মোঃ মোমেন জানায়, দীর্ঘ ৩ বছর আগে ২০১৬ সালে কোম্পানীর ভিসায় লেবাননে আসলেও পরে দালালের প্রতারনায় অবৈধ হয়ে যায়।

বুরুজ হাম্মুদ এলাকায় ছোট একটি রুম ভাড়া নিয়ে তিনি সেখানে থাকতেন।বিগত ১ মাস যাবত বেকার ছিল বলে তার সহকর্মীরা জানায়।বুধবার ভোরে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তিনি মোবাইলে তাঁর কয়েকজন বন্ধুকে জানান।বন্ধুরা খবর পেয়ে বাসায় এসে তাঁকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায়।পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

এদিকে মোঃ রুবেলের অকাল মৃত্যুতে নিজ এলাকা সহ পরিবারে শোকের ছায়া নেমে আসে।মরদেহ দ্রুত দেশে পাঠাতে তাঁর পরিবার দূতাবাসের সাহায্য কামনা করেছেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে।বাবার নাম আবু তালেব।তিনি মৃত্যুকালে বিবাহিত ও ২ সন্তানের জনক ছিলেন।

 

আপনার মতামত লিখুন :