দিনাজপুরে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা
প্রকাশিত : ১৫ জুলাই ২০২০
করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।
বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যানন্দ ফাইন্ডেশনের সহায়তায় দিনাজপুর সদরের সুন্দরা বিওপির দায়িত্বপ্রাপ্ত সীমান্তবর্তী এলাকায় সেক্টর ব্যবস্থাপনা ও ২৯ বিজিবির আয়োজনে স্থানীয় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেক্টর কমান্ডার কর্নেল মো. জহিরুল হক খাঁন।
এসময় উপস্থিতি ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডার, বিওপি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া ও স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবন ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।