ঝিনাইদহে ইজিবাইক ও রিক্সাচালকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত : ১৪ জুলাই ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: করোনার সংক্রমন রোধে ঝিনাইদহে ইজিবাইক ও রিক্সা চালকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড় ও মুজিবচত্বরে ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়।

শহরে চলাচলকৃত ৩ শতাধিক ইজিবাইক ও রিক্সাচালকদের হাতে মাস্ক ও জীবানুনাশক স্প্রে বিতরণ করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এসময় যানবাহনে স্বাস্থ্য বিধি মেনে যাত্রীউঠানো ও জীবানুনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়। বিতরণরে সময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :