শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার:একাধিক মামলার আসামী পলাতক
প্রকাশিত : ১৩ জুলাই ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টা: যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।গত রবিবার(১২ই জুলাই) সন্ধ্যায় এএসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন অগ্রভূলোট বাজারে অভিযান চালালে অগ্রভূলোট গ্রামের মৃত ইমাম সরদার এর ছেলে একাধিক মামলার আসামী মফিজুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে এএসআই রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক একাধিক মাদক মামলার আসামী মফিজুর রহমান এর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।
পলাতক মাদক ব্যবসায়ী মফিজুর রহমার এর বিরুদ্ধে পূর্বের মামলা সমূহ শার্শা থানার মামলা নাম্বার ১ তারিখ ২/২/১৯ ধারা ৩৬(১)এর ১৪(খ)/৩৬(১) এর ১০(ক) ৪৭ বোতল ফেন্সিডিল ১০ পিস ইয়াবা,শার্শা থানার মামলা নাম্বার ১৪ তারিখ ১৩/৬/১৯ – ১০০ গ্রাম গাঁজা,শার্শা থানার মামলা নাম্বার ১৩ তারিখ ১০/১২/১৮ – ১০৯০(এক হাজার নব্বই) পিস ইয়াবা ও বেনাপোল পোর্ট থানার মামলা নাম্বার ২ তারিখ ১/১/১৯ – ৬০০(ছয়শত) পিস ইয়াবার মামলা রয়েছে।