পল্লীবন্ধুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে শার্শা উপজেলা জাতীয় ছাত্র সমাজ কর্মীরা
প্রকাশিত : ১০ জুলাই ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: পল্লীবন্ধু এরশাদ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে ৬৮ হাজার গ্রাম বাংলায় বৃক্ষরোপণ কর্মসূচির প্রস্তুতি নিয়েছে। উপজেলার সকল ইউনিয়নে গিয়ে বৃক্ষরোপন করছে উপজেলা ছাত্র সমাজ নেতাকর্মীরা।
১। ৬৮ হাজার গ্রামে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহন।
২। সারাদেশে মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে পল্লীবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন।
৩। সকল জেলা ও মহানগর সহ সারাদেশের প্রতিটি ইউনিট এর পক্ষ থেকে ব্যানার ও ফেস্টুন এর মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরার ব্যবস্থা করা।
৪। জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা সেল গঠন করা।
৫। কেন্দ্রীয় ভাবে নির্ধারিত পোস্টারের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা।
৬। আগামী ১৪ জুলাই তারিখের পর চলতি মাসের যেকোন দিন সুবিধা জনক সময়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা।
৭। সারাদেশে মাইকিং ও পল্লীবন্ধুর উপর প্রতিবেদন তৈরি ও প্রচারের ব্যবস্থা করা।
আমাদেরকে জানিয়েছেন মোঃ রহিম,সহ-সভাপতি, জাতীয় ছাত্র সমাজ,শার্শা উপজেলা।