শরীয়তপুরে বেলি ব্রিজ ভেঙ্গে শরীয়তপুর-চাদঁপুর মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত : ৭ জুলাই ২০২০

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের একটি বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ সোমবার ভোর সকালে ৬টার দিকে উপজেলার মহিষার ইউনিয়নের জাজিয়াহার খালের ওপর নির্মিত এ সেতুর পূর্ব পাশের স্টিলের প্লেট ভেঙে পড়েছে। এতে সকাল থেকে সেতুটির দুই পাশে অন্তত শতাধিক গাড়ি আটকে আছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন গাড়ির চালকেরা। তবুও কেউ কেউ তা উপেক্ষা করেই ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছে। এতে করে যেকোনো সময় দূর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।

স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ২৭ কিলোমিটার এলাকায় পাঁচটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ। তার একটি জাজিয়াহার এলাকায়। দীর্ঘদিন ধরে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ১০ টনের অধিক ভারী যানবাহন সেতুতে না ওঠার জন্য সাইনবোর্ড ঝুলিয়েছে সড়ক বিভাগ। কিন্তু তা উপেক্ষা করে ৩৫ থেকে ৪০ টন মালামাল নিয়ে সেতু পার হচ্ছে পণ্যবাহী ট্রাক। তবুও নিয়ম নিতি তোয়াক্কা না করে গাড়ি চালাচ্ছে চালকরা। স্থানীয়রা সহ যান চালকরা বলেন, খুব দ্রুত সেতুটি মেরামত না করলে আমাদের গন্তব্য স্থানে সময় মত পৌঁছাতে পারবো না। তাহলে আমাদের মালামাল নষ্ট হয়ে যাবে।

 

আপনার মতামত লিখুন :