সাগর থেকে উদ্ধার ১৮০ অভিবাসীকে ইতালিতে প্রবেশের অনুমতি
প্রকাশিত : ৬ জুলাই ২০২০
চারটি উদ্ধার দলের প্রচেষ্টায় ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ১৮০ অভিবাসনপ্রত্যাশীকে গ্রহণ করবে ইতালি। তারা চাইলে মাল্টা বা ইতালিতে প্রবেশ করতে পারবেন। তবে উদ্ভূত করোনা পরিস্থিতিতে সোমবার থেকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসওএস মেডিটারনি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকারী জাহাজ দ্য ওশান ভাইকিং এসব অভিবাসনপ্রত্যাশীকে ডুবে যাওয়া নৌযান থেকে উদ্ধার করে।
জাহাজের নাবিক ও আরোহীদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা প্রকাশ করে শুক্রবার ইতালির কর্তৃপক্ষের কাছে মানবিক আবেদন জানানো হলে তাতে সাড়া দেয় ইউরোপের দেশটি। সাগর থেকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, ইরিত্রিয়া ও নাইজেরিয়ার নাগরিক বলে জানা গেছে। লিবিয়া থেকে দালালদের মাধ্যমে তারা ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন।চারটি উদ্ধারকারী দল গত ২৫-৩০ জুনের মধ্যে তাদের ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে।
এদের মধ্যে গর্ভবতী নারীসহ ২৫ শিশুও রয়েছে। করোনা পরীক্ষার পর তাদের ইতালি অথবা মাল্টায় প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। খবর বিবিসির