কলাপাড়ায় একই পরিবারের পাঁচজন নতুন করে ছয়জনের করোনা শনাক্ত

প্রকাশিত : ৬ জুলাই ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একই পরিবারের পাঁচ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এক ব্রাদারের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। রবিবার দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই জনের। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে রবিবার বিকালে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল পৌরশহরের কবি নজরুল ইসলাম সড়কের এলাকা মাইকিংন করে রেড জোনের ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার জানান, পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় একই পরিবারের পাঁচ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এক ব্রাদারের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :