কলাপাড়ায় একই পরিবারের পাঁচজন নতুন করে ছয়জনের করোনা শনাক্ত
প্রকাশিত : ৬ জুলাই ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একই পরিবারের পাঁচ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এক ব্রাদারের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। রবিবার দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই জনের। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে রবিবার বিকালে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল পৌরশহরের কবি নজরুল ইসলাম সড়কের এলাকা মাইকিংন করে রেড জোনের ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার জানান, পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় একই পরিবারের পাঁচ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এক ব্রাদারের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানিয়েছেন।