নবীগঞ্জের চির চেনা নিজ আগনা ব্রিজে আবারও দুর্ঘটনায়

প্রকাশিত : ৪ জুলাই ২০২০

ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কাজীগঞ্জ বাজার টু নবীগঞ্জ রোডে চিরও চেনা নিজ আগনা গ্রামের আব্দুস সত্তার শিকদারের বাড়ির পাশের ব্রিজে আজ সন্ধা ৭ঃ৩০ মিনিটের সময় একটি সিএনজি গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা পতিত হয়।

উক্ত দুর্ঘটনায় সি, এন, জিতে থাকা একজন যাত্রীর পায়ে আঘাত লেগে গুরুতর আহত হয়েছে৷ উনাকে স্থানীয়দের সহযোগীতায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য উক্ত ব্রিজটি একটি মরণ ফাঁদ হিসেবে নবীগঞ্জের সবার পরিচিত। অথচ আজ অবদি কেহ সযস্কারের চিনতা করছেনা। এলাকাবাসীর দাবী কর্তৃপক্ষের কাছে ব্রিজটি যেন তারাতারী সংস্কার করতে।

 

আপনার মতামত লিখুন :