পাবনার বেড়ায় ভুয়া পুলিশ গ্রেফতার
প্রকাশিত : ৪ জুলাই ২০২০
বাকী বিল্লাহ(বেড়া-সাঁথিয়া)পাবনা প্রতিনিধি: পাবনার বেড়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে বেড়া মডেল থানা পুলিশ। আজ শনিবার(৪ জুলাই)সকালের দিকে চাকলা মোল্লাবাড়ি নামক স্থান থেকে উপজেলার বসন্তপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রোহান (২০)কে গ্রেফতার করা হয়।স্থানীয়ভাবে জানা যায়, রোহান কয়েকদিন ধরে(পাবনা-ঢাকা)হাইওয়ে মহাসড়ক চাকলা মোল্লাবাড়ি এলাকায় বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে মামলার ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিলো।
বিষয়টি জনগণের মনে সন্দেহ বিরাজ করলে নানান রকম প্রশ্নের সম্মুখীন হলে জনতার রোষানলে পড়ে রোহান পুলিশ নন বলে স্বীকার করে। তার কাছ থেকে একটি নকল পিস্তল, পুলিশের নকল সিসি বই উদ্ধার করা হয়। তারপর বেড়া মডেল থানাকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এব্যাপারে বেড়া মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে একটি ভুয়া পুলিশের মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে।