ঝিনাইদহ হলিধানিতে আম্পান ঝড়ে পড়া বট গাছটি এখন মৃত্যু ফাঁদ

প্রকাশিত : ৪ জুলাই ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ চুয়াডাঙ্গার মহা সড়কের হলিধানি নামক স্থানে ঝড়ে পড়ে যাওয়া বট গাছটি এখন মৃত্যুর ফাঁদ হয়ে উঠেছে। এ বছর বাংলাদেশে আম্ফান ঝড়ের কথা হয়তো সবারই মনে আছে করোনার পাশাপাশি আম্ফান ঝর দাগ কেটেছে দেশের প্রান্তিক কয়েকটি জেলার মানুষকে, আর সেই আম্ফান ঝড়ে ঝিনাইদহ হলিধানিতে বট গাছটি কেড়ে নিয়েছিলো রাস্তার পাশে একটি কুড়ে ঘরে থাকা এক মহিলার প্রাণ।

ঝড় হয়তো থেমে গিয়েছে কিন্তু পুরাতন বট গাছটি এখন জন মানুষের কাছে হয়ে উঠেছে আতংক, মহাসড়কে প্রায় অর্ধেক জায়গা দখল করে রেখেছে শতবর্ষের বট গাছটি, এলাকার সচেতন মহল মনে করছে বট গাছটি অতি দ্রুত অপসারণ না করা হলে হয়ত অনেক বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে কেড়ে নিতে অনেক জীবন, মামুন পরিবহনের মালিক শামিম মিয়া জানান বট গাছটি অতি দুরত অপসারণ না করা হলে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ বলেন খুব দ্রুত বট গাছটি অপসারনের ব্যবস্থা করা হবে।

 

আপনার মতামত লিখুন :