গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
প্রকাশিত : ৩ জুলাই ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনার সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড হয়েছে ১৫টি দোকান।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে উলানিয়া বাজারে ১৫টি মুদি মনোহরি দোকানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পন্যের দাম বেশি রাখায় এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মানায় এসব দোকানের মালিকদেরকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা ২০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় তিনি জানান, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দোকান মালিকদের জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।