কুয়াকাটা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় রাখাইন শিক্ষার্থীর নিহত
প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২০
আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা॥ কুয়াকাটা-ঢাকা মহাসড়কের মহিপুরে বিআরটিসি বাসের ধাক্কায় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধার সকাল সাড়ে সাতটার দিকে মহিপুর সদর ইউপির ইউসুফপুর মহিলা মাদ্র্সার সামনে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় একই পরিবারের আরো দুজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এসোকে মৃত ঘোষনা করে।
নিহত এসো (৮) মৎস্যবন্দর আলীপুর বন্দরের হাতেমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী। কালাচান পাড়া রাখাইন পল্লীর উবাচু মং এক মাত্র সন্তান এসো। আহতরা জানান, আলীপুর থেকে কলাপাড়া যাবার পথে ঘাতক বাসটি পিছন দিক থেকে মাহিন্দ্রাটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে এমন দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে মগিহপুর থানা পুলিশ।