রংপুরে রডবাহী ট্রাক উল্টে ৫ শ্রমিক নিহত

প্রকাশিত : ১ জুলাই ২০২০

রংপুরের তারাগঞ্জে রডবাহী ট্রাক উল্টে ৫ জন নিহত ও ৪ শ্রমিক আহত হয়েছেন। বুধবার দুপুরে তারাগঞ্জ-বুড়িরহাট বাইপাস সড়কের অনন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরু রাস্তায় বেপরোয়া গতির কারণে উল্টে যায় ট্রাকটি।দুর্ঘটনায় নিহত শ্রমিক আবু বক্কর ও তার মামাতো ভাই খয়রাত হোসেন তারাগঞ্জ বাসস্ট্যান্ডে কাজ করতেন। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

পুলিশ জানায়, তারাগঞ্জের চৌপতি থেকে ব্যবসায়ী আতিয়ার রহমান নিজ ট্রাকে রড বোঝাই করে অনন্তপুরে আনছিলেন। রড ওঠানামার কাজে ট্রাকেই ছিলেন ১০ শ্রমিক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলে দুজন এবং পরে হাসপাতালে নেয়ার পর মারা যান তিন জন।

নিহতদের মধ্যে অন্যরা হলেন চৌপথির অনিল চন্দ্র, নিলফামারীর কিশোরগঞ্জের ফরহাদ হোসেন ও রাশেদুল। এ দুর্ঘটনায় ট্রাক মালিক, চালক ও সহকারীসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। আহতরা তারাগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে ২১ মে গাইবান্ধায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু হয়।

 

আপনার মতামত লিখুন :