কলারোয়ায় ৪টি কৃষক দলের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
প্রকাশিত : ১ জুলাই ২০২০
মোঃ ইমরান সরদার কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়া উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় এনএটিবি প্রকল্পের অাওতায় নির্বাচিত ৪টি কৃষক গ্রুপের মধ্যে পাওয়ার টিলার, রিপার ও প্রেসার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কলারোয়া কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি কাজে ব্যবহারযোগ্য সামগ্রী প্রদান করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মহাসীন আলী বলেন, কলারোয়া উপজেলা চারটি সিএমটিজি গ্রুপ পুরুষ সিআইজি সমবায় সমিতি লিমিটেড, পাকুড়া মহিলা সিআইজি সমবায় সমিতি লিমিটেড, বয়েরডাঙ্গা মহিলা সমবায় সমিতি লিমিটেড, ধানদিয়া মহিলা সিআইজি সমবায় সমিতি লিমিটেডের মাঝে ২টা পাওয়ারটিলার, ১টি রিপার ও একটি প্রেসার বিতরণ করা হয়েছে। বলেন পর্যয় ক্রমে আগামীতে আরোও বিতরণ করা হবে।