রোহিঙ্গা নির্যাতন: মিয়ানমারের তিন সেনা কর্মকর্তা দোষী সাব্যস্ত
প্রকাশিত : ৩০ জুন ২০২০
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার দায়ে তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির সামরিক আদালত। মঙ্গলবার (৩০ জুন) এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়। তবে, তাদের কি ধরনের শাস্তির মুখোমুখি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাখাইনে ২০১৭ সালের ওই ঘটনায় এরইমধ্যে জাতিসংঘের বিচারিক আদালতে বিচারের মুখোমুখি হতে হয়েছে মিয়ানমারকে। নির্যাতন ও গণহত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের তদন্তের মধ্যেই নিজেদের সেনা সদস্যদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ার কথা জানালো মিয়ানমার সামরিক বাহিনী।
যদিও, প্রথম থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছিল তারা। পরবর্তীতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের চাপে অভিযোগের সত্যতা প্রমাণে তদন্তে নামে দেশটির সামরিক বাহিনী। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার পর দেশটি থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসছে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা।