বাগেরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠি শিক্ষার্থীরা পেল বাইসাইকেল শিক্ষাবৃত্তি
প্রকাশিত : ২৯ জুন ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা চত্বরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, রিজিয়া পারভীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫’জন ছেলে ও ৫’জন মেয়ে শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।এছাড়া ৩৪ জন শিক্ষার্থীকে নগদ ২ লক্ষ টাকা প্রদান করা হয়।