মিয়ানমার সেনা অভিযানের খবরে গ্রাম ছেড়ে পালিয়েছে হাজারো মানুষ
প্রকাশিত : ২৮ জুন ২০২০
মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের খবরে রাখাইন থেকে কয়েক হাজার বাসিন্দা গ্রাম ছেড়ে পালিয়েছে। এক আইনপ্রণেতা ও মানবাধিকার সংগঠনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান শুরু করবে বলে গ্রামের নেতাদের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে সতর্ক করা হয়। এর পরপরই অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
তবে শনিবার (২৮ জুন) মিয়ানমার সরকারের এক মুখপাত্র দাবি করেন, গ্রাম খালি করতে সীমান্ত বাহিনীর পক্ষ থেকে যে নির্দেশনা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।