ফিরিয়ে দিল হাসপাতাল, পরদিনই বাসায় প্রবীণ আইনজীবীর মৃত্যু
প্রকাশিত : ২৭ জুন ২০২০
রাজশাহী নগরীর কুমারপাড়ায় করোনা সন্দেহে কেউ এগিয়ে না যাওয়ায় দুই ঘণ্টা চেয়ারেই পড়েছিলো আইনজীবী কৃষ্ণ কমল দত্তের মরদেহ। পরে খবর পেয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা সেখানে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ সৎকার করেন।
কৃষ্ণ কমল দত্ত রাজশাহী ও নাটোর জেলা জজ আদালত ও বিভাগীয় শ্রম আদালতে ওকালতি করতেন। কুমারপাড়ার বাড়িতে তিনি একাই থাকতেন। প্রায় ১০ দিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন। তাই তাকে দেখভালের জন্য সেখানে ছিলেন তার ভাতিজা সুইট কুমার দত্ত। তিনি জানান, করোনা সন্দেহে নমুনা পরীক্ষার জন্য কৃষ্ণ কমলকে বৃহস্পতিবার হাসপাতলে নেয়া হয়।
তবে এটি করোনা নয় জানিয়ে চিকিৎসকরা নমুনা না নিয়ে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। বাড়িতেই চেয়ারে বসা অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।