শেরপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রাম থেকে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মাদক দ্রব্য ইয়াবা বিক্রেতা সুমন মিয়া (২৮)কে গ্রেফতার করেছে মডেল থানা নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ির পুলিশ। সে আলীপুর ( দাউদপুরের একাংশ) গ্রামের মৃত ঃ আনোয়ার হোসেনের ছেলে।

সুত্র জানায়- বেশ কিছু দিন ধরে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর বাজার এলাকায় একটি শক্তিশালী মাদকদ্রব্য বিক্রেতা সিন্ডিকেট তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই তোফাজ্জল হোসেনের নের্তিৃতে এ.এস আই বায়েজিদ হোসাইন ও এ.এস আই মোশাহিদ কামালসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :