বেনাপোল পোর্ট থানা পুলিশের জালে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক-১
প্রকাশিত : ২৬ জুন ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ একজন মাদক বহনকারী আটক৷ শুক্রবার(২৬ জুন) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈয়দ মাসনুন আলম,এসআই মাসুম বিল্লাহ, কনেস্টবল কালাম বেনাপোল পোর্ট থানাধীন কাগমারি গ্রামের মসজিদের সামনে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ একটি করিমন উদ্ধার করে।
অপরদিকে কাগমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসআই সৈয়দ মাসনুন আলম,এএসআই শাহিনুর ইসলাম অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিল ও ৮ পিস ইয়াবা সহ গয়ড়া গ্রামের দিন মোহাম্মদ দিনুর ছেলে মোঃ সম্রাট হোসেন(২২) নামে একজন মাদক বহনকারীকে আটক করা হয়৷
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারি গ্রামে দুটি অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়৷