করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা কাজেমীর মৃত্যু
প্রকাশিত : ২৬ জুন ২০২০
বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন ব্যবস্থাপনা পরামর্শক আল্লাহ মালিক কাজেমী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আল্লাহ মালিক কাজেমী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। সবশেষ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আল্লাহ মালিক কাজমীর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গভীর শোক প্রকাশ করেছেন।
আল্লাহ মালিক কাজেমী বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বে পালন করেন, তখন (২০০১ সাল থেকে ২০০৫ সালে) ডেপুটি গভর্নর ছিলেন। এরপর আল্লাহ মালিক কাজেমী সফলভাবেই তার পেশাগত জীবনের প্রথম পাঠ শেষ করেন। তবে ড. ফখরুদ্দিন আহমদ তার মেয়াদের শেষ দিকে এসে বিশিষ্ট এই ব্যাংকারকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা করেন। পরে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড তার নিয়োগ নীতিগতভাবে অনুমোদন দেয়। তবে নানা জটিলনায় নিয়োগ পেতে দেরি হয়।
এরপর তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব পান ড. ফখরুদ্দিন আহমদ। ওই সময়ে গভর্নর ছিলেন ড. সালেহউদ্দিন আহমদ। ফখরুদ্দিন আহমদ তখন আল্লাহ মালিক কাজেমীর নিয়োগ চূড়ান্ত করেন। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন কাজেমী। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের এক যুগ্ম পরিচালকের মৃত্যু হয়েছে।