রাঙ্গাবালীতে এই প্রথম করোনায় একজনের মৃত্যু
প্রকাশিত : ২৫ জুন ২০২০
রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এ পর্যন্ত ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে প্রথমবারের মত করোনায় একজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যু ওই ব্যক্তির নাম শাহ আলম হাওলাদার(৬৫)। বুধবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহ আলম হাওলাদারের বাড়ি রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী গ্রামে।
জনাগেছে, করোনার উপসর্গ দেখা দিলে গত সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন শাহ আলম হাওলাদার। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে বুধবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজেই শাহ আলম হাওলাদারের মৃত্যু হয়। তার মরদেহ দাফনের জন্য নিজ বাড়িতে আনা হয়েছে।
রাঙ্গাবালী থানা ওসি মো.আলী আহম্মেদ জানান, করোনায় আক্রান্ত হয়ে শাহ আলম হাওলাদার হাসপাতালে মারা যায়। নিয়ম মেনে সতর্কতার সাথে তার দাফন সম্পন্ন করা হবে।প্রয়োজনে তাদের বাড়ি লক ডাউন করে দেওয়া হবে।