হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহের দায়ে বর বর ও কনের পিতাকে জরিমানা
প্রকাশিত : ২৩ জুন ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভার বৈঠাপাড়া গ্রামে বাল্যবিবাহ দেওয়ার দায়ে বর ও কনের পিতাকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দা নাফিস সুলতানা।
মঙ্গলবার সকালে তিনি কনের বাড়ীতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে এই জরিমানা করেন। সোমবার দিবাগত রাতে বৈঠাপাড়া গ্রামের মোঃ রহমানের এইচ এস সি প্রথম বর্ষে পড়ুয়া কন্যার সাথে কুলবাড়ীয়া গ্রামের মসলেম উদ্দীনের পুত্রের বিবাহ হয়।এখবর পেয়ে ইউএনও এর নির্দেশে থানা পুলিশ বর ও কনেকে আটক করে।