ছাঁটাই নির্যাতন বন্ধ করে শ্রমিকদের মজুরী ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন: টিইউসি
প্রকাশিত : ২৩ জুন ২০২০
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) করোনা মহামারী পরিস্থিতিতে ছাঁটাই নির্যাতন বন্ধ করে শ্রমিকদের প্রাপ্য মজুরী ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবী জানিয়েছে। অদ্য ২৩ জুন’২০২০ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে টিইউসির সভপতি শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে টিইউসি নেতৃবৃন্দ এ দাবী জানান।
মানববন্ধন কর্মসূচীতে মহামারী পরিস্থিতিতে টিইউসির সুপারিশ ও দাবী সম্বলিত ঘোষণাপত্র পাঠ করেন টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন টিইউসির সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক মোবারক হোসেন, অর্থ সম্পাদক রুহুল আমীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান প্রমুখ।