প্রধানমন্ত্রীর দেওয়া ৫০০ শিশু পেল খাদ্যসামগ্রী
প্রকাশিত : ২৩ জুন ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটেরমোরেলগঞ্জে ৫০০ শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ খাদ্যসামগ্রী (শিশু খাদ্য)। রবিবার বিকেলে পৌরসভার মেয়র এসএম মনিরুল হক তালুকদার ১২৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে দুধ, চিপস ও নুডুলস্সহ বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট শিশুদের মাঝে বিতরণ করেন।
ওয়ার্ড কাউন্সিলর তপন পোদ্দার, প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, সহকারি শিক্ষক শিরিন আক্তার, জাহিদুল ইসলাম, মীনা দেবনাথ, রুবিনা ইয়াসমিন, শিরিন আক্তার লিপি, রানী মিস্ত্রী, নাজনীন আক্তার ও রাজিয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।