কুয়াকাটায় গাঁজাসহ এক যুবক আটক

প্রকাশিত : ২১ জুন ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২১জুন।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে গাঁজাসহ মো.রাসেল মুন্সি ওরফে তিলতিলা রাসেল (২৪) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর দুইটার দিকে মহিপুর থানা পুলিশ কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রাম থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজ উদ্ধার করা হয়।

আটককৃত রাসেলের বাড়ি পাঞ্জুপাড়া গ্রামে বলে পুলিশ সুত্রে জানা গেছে। মহিপুর থানার এসআই মো.সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। আটককৃত রাসেলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

 

আপনার মতামত লিখুন :