অংক নিবে ভূপতি : মোঃ মিরাজ হোসেন

প্রকাশিত : ২১ জুন ২০২০

অংক নিবে ভূপতি : মোঃ মিরাজ হোসেন

দিবস যাম ক্লেশ করে
ঝরায় গায়ের ঘাম,
আফসোস আজ এই সমাজে
পায়না তারা দাম।

ব্যবসায়ীরা অর্থ লুটে
কৃষক কলুর বলদ,
এদের দায় নিচ্ছে না কেউ
কারণ গোড়ায় গলদ।

ক্ষেতের ফসল ক্ষেতে পচে
পায়না ন্যায্য দাম,
অল্প কিছু বিক্রি হলে
দামে কেবল নাম।

ফসল দেখে বর্গ চাষির
মুখে ফুটে হাসি,
দাম শুনে সত্যি তাদের
গলায় পরে ফাঁসি।

কিনতে গেলে চড়া দামে
রীতিমত তামাশা,
বাজারে দাম বৃদ্ধি কেন
করে না কেউ খোলাসা।

ব্যবসায়ী আজ কুকুর সম
নেই যে মানবতা,
আপন লাভ খুঁজে বেড়ায়
নেই যে উদারতা।

খোদার কাছে বিচার দিলাম
তিনি যদি করে,
মনে রেখো দিতে হবে
হিসাব খোদার তরে।।।

 

আপনার মতামত লিখুন :