কুড়িগ্রামের রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি দোকান
প্রকাশিত : ২১ জুন ২০২০
কুড়িগ্রামের রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি দোকান। শনিবার (২০ জুন) রাতে একটি বিস্কুট ফ্যাক্টরির গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ে গ্যাস সিলিন্ডারের দোকানে।
এ সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় সিলিন্ডার। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে যায় বাজারে অন্তত ৬ টি দোকান। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের দোকানপাট ও মালামাল।