খুলনায় চিকিৎসক আব্দুর রকিব হত্যার আরেক আসামি গ্রেফতার

প্রকাশিত : ২০ জুন ২০২০

খুলনায় চিকিৎসক আব্দুর রকিব হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২০ জুন) সকালে রূপসা উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। এ নিয়ে এজাহারভুক্ত চারজনসহ মামলার সব আসামিকে গ্রেফতার করা হলো।

এর আগে প্রধান আসামি জমির আলী শেখসহ আরো পাঁচজনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে দু’জনের দুইদিন ও একজনকে তিনদিনের রিমান্ড আদেশ দেন আদালত। এছাড়া, দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।সা প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের হামলায় গত ১৬ জুন নিহত হন গল্লামারী রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার আব্দুর রকিব।

 

আপনার মতামত লিখুন :