জয়পুরহাটের আক্কেলপুরে রাস্তার পাশে পড়ে আছে স্ত্রীর লাশ, স্বামী আটক
প্রকাশিত : ২০ জুন ২০২০
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হরিসাড়া গ্রামে রোজিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী মেহেদি হাসানকে আটক করেছে পুলিশ। শনিবার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে রোজিনার বাবার বাড়ির পাশের একটি রাস্তার পাশ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি, হত্যার পর স্বামী তার মরদেহ বাবার বাড়ির পাশে রাস্তায় ফেলে পালিয়ে গেছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রোজিনা বেগমের সাথে দেড় মাস আগে বিয়ে হয় পার্শবর্তী হরিসাড়া গ্রামের মেহেদি হাসানের। রোজিনা মেহেদি হাসানের দ্বিতীয় স্ত্রী।
শুক্রবার রাতে রোজিনা স্বামীর সাথে শ্বশুরবাড়ি যায়। শনিবার সকালে বাবার বাড়ি গুডুম্বা পূর্বপাড়া গ্রামের পাশের সড়কের ওপর তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় স্বামী মেহেদি হাসানকে আটক করা হয়েছে।