রুচি নাই বাবুর মুখে : সোনিয়া আক্তার

প্রকাশিত : ২০ জুন ২০২০

রুচি নাই বাবুর মুখে ::::::::::::::
::::::::::::: সোনিয়া আক্তার ::::::::::::::::::

বসে বসে খেয়ে বাবুর
চর্বি জমে গেছে,
তবু বাবু বলে সদা
শুকিয়ে সে গেছে।

ষোল গন্ডা রুটিতে তার
হয় না প্রতি বেলা,
তবু বলে রুচি নেই
আজকে এই বেলা।

প্রতি বেলায় এক কেজি গোস
সাথে মাছ আর ডিম,
তবুও বলে খাই না কিছু
করে যে হিমশিম।

ভাবছি বেটা কেমন দানব
এত কিছু খায়,
তবুও বলে শক্তি নাই
মোটেই আমার গায়।

শরীরটা তার দুর্বল অনেক
এই কথাটাই বলে,
অল্পতেই যাবে মারা
এত টা কম খেলে।

ডাক্তার এনে বেশি খাওয়ার
বলল তথ্য দিতে,
টাকা যত লাগবে তার
রাজি আছে দিতে।

ডাক্তার এসে দিয়ে গেল
রুচির অনেক বড়ি,
বড়ি পেয়ে বাবু বেটা
খুশি হল ভারী।।

 

আপনার মতামত লিখুন :