ফ্ল্যাট ভাড়া নিয়ে রমরমা যৌন ব্যবসা, নারীসহ গ্রেফতার ৪
প্রকাশিত : ১৯ জুন ২০২০
বন্দর নগরী ভৈরব বাজারের একটি ভাড়া বাসায় অসামাজিক কাজের অভিযোগে তিন নারী ও এক খদ্দেরসহ চারজনকে গ্রেফতার করেছে ভৈরব থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সূবর্ণা বেগম, বিউটি আক্তার ও স্বর্ণা বেগম এবং মনির হোসেন।পুলিশ জানায়, ভৈরব বাজারের শাহি মসজিদ এলাকায় সুবর্ণা নামের এক মহিলা ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে কয়েক মাস যাবত অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল।
এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ওই বাসায় অভিযান চালায় ভৈরব থানার পুলিশ। অভিযানে সূবর্ণা বেগম, বিউটি আক্তার ও স্বর্ণা বেগম এবং মনির হোসেন নামে এক চারজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ে করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।