কক্সবাজারের পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেয়ার কাজ শুরু

প্রকাশিত : ১৮ জুন ২০২০

ভারি বর্ষণে ধসের আশঙ্কায় কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পাহাড়ি এলাকায় মাইকিং করা হয়। এরপর শুরু হয় ঝুঁকি নিয়ে বসবাসরত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার কার্যক্রম।

জেলা প্রশাসন জানায়, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ২০টি দল গঠন করা হয়। তারা ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছেন। এছাড়া, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সামলাতে ৪৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩০ ঘণ্টায় ৩শ ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।

আপনার মতামত লিখুন :