বেঁচে থাকার অধিকার চাই
প্রকাশিত : ১৮ জুন ২০২০
বেঁচে থাকার অধিকার চাই : লেবানন থেকে এম জহির
গণতন্ত্র কারে কয়? জানিনা।
জানতেও চাইনা।
মৌলিক অধিকার কি? বুঝিনা।
বুঝতেও চাইনা।
বৈশম্য বিরোধী মশাল মিছিলে
কোনদিন স্লোগান দেইনি,
দিতেও চাইনা।
আমি নগন্য এক মাটির মূর্তি
রক্ত মাংসের মানুষ।
জন্মসূত্রে বাঙালি
বাংলাদেশের নাগরিক।
অবৈধ উপার্জনের অর্থে
বিলাসিতার জীবন নয়-
আমি চাই এক মুঠো ভাত,
পড়নের কাপড় আর
মাথা গোঁজার ঠাঁই।
জীবন ধারনের নিমিত্তে
যতটুকু প্রয়োজন,
শুধু মানুষ হিসেবে
বেঁচে থাকার অধিকার চাই।